Friday, May 3, 2024
বিনোদন

দিদি আর আটকাতে পারবেন না, এবার OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে দ্য কেরালা স্টোরি: সুদীপ্ত সেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তুমুল বিতর্ক সত্ত্বেও ‘দ্য কেরালা স্টোরি’ দারুণ ব্যবসা করে চলেছে। ইতিমধ্যেই ২০০ কোটির বেশি ব্যবসা করেছে বক্স অফিসে। শ্রীঘ্রই ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে সিনেমাটি। এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি। এমনটাই জানালেন এই সিনেমার পরিচালক সুদীপ্ত সেন। পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আর আটকাতে পারবেন না!’’

উল্লেখ্য, গত ৮ মে রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতার সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের সর্বত্র সিনেমাটি চলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

জানা গেছে, উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর একটি প্রেক্ষাগৃহে ছবিটি চলছিল। কিন্তু সেখান থেকেও ছবিটি তুলে নেওয়া হয়েছে। এবার ‘দ্য কেরালা স্টোরি’ আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে।

সুদীপ্ত সেন বুধবার জানিয়েছেন, ‘এক মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে ‘দ্য কেরালা স্টোরি’। কথাবার্তা চলছে। তবে ওটিটির রিচ খুব কম। ওটিটি এখনও খুবই শহুরে একটা ব্যাপার। এই ছবিটি ছোট এলাকাগুলিতে দুর্দান্ত ভালো চলছে। তবে খুব তাড়াতাড়ি, মানে মাসখানেকের মধ্যেই ওটিটিতে চলে আসবে।’

সিনেমার নিষিদ্ধকরণ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে বিঁধে সুদীপ্ত সেন বলেন, ‘ওটিটিতে চলে এলে নিষেধাজ্ঞা আর কী কাজে লাগবে! সরকারেরও তো লোকসান হলো। ছবি দেখালে যত টিকিট বিক্রি হত, তার ৯ শতাংশ ট্যাক্স পেত সরকার। ইগোর লড়াই করে একটা সামান্য বিষয়ে জলঘোলা করা হলো।’