Saturday, September 23, 2023
বিনোদন

‘সর্বম শক্তি মায়াম’ ওয়েব সিরিজ সম্পর্কে সহ-প্রযোজক বিজয় চাড্ডার এক্সক্লুসিভ সাক্ষাৎকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওটিটিতে আসতে চলেছে হিন্দুধর্ম এবং হিন্দু তীর্থযাত্রা সম্পর্কিত ওয়েব সিরিজ সর্বম শক্তি মায়াম (Sarvam Shakti Mayam)। সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটির ট্রেলার।

এই ওয়েব সিরিজের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সমীর সোনি, সঞ্জয় সুরি এবং প্রিয়মণি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই ওয়েব সিরিজের সহ-প্রযোজক বিজয় চাড্ডা জানিয়েছেন ৯ জুন থেকে শুরু হচ্ছে সর্ব শক্তি মায়াম সিরিজের স্ট্রিমিং। কোনও রকম সাবস্ক্রিপশন ছাড়াই বিনামূল্যে ওটিটিতে দেখা যাবে সিরিজটি।

শুনে নিন এক্সক্লুসিভ সাক্ষাৎকার: