Friday, December 13, 2024
কলকাতা

দুধেল গাইরা চটে গেলে ভোটব্যাঙ্ক নড়ে যাবে, তাই বাংলাদেশ নিয়ে চুপ মমতা: শুভেন্দু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েকদিনে বাংলাদেশের (Bangladesh) একাধিক স্থানে হিন্দুদের দুর্গাপুজো মন্ডপে, মন্দিরে, বাড়িঘর, দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরা। কিন্তু এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নীরব কেন? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারীর দাবি, ভোট ব্যাংকের রাজনীতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সংখ্যালঘু ভোট পেয়েই ক্ষমতায় বসেছেন। তাই তাঁর দায়বদ্ধতা নেই। ২০১৯ সালের ভোটের সময় তিনি বলেছিলেন, যে গরু দুধ দেয় তার আমি লাথি খাব। দুধেল গাইরা চটে যাবে ভোটব্যাঙ্ক নড়ে যাবে তাই মমতা নিশ্চুপ আছেন। পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে।’

বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে যান শুভেন্দু। টুইটে তিনি বলেন, ‘বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপর লাগাতার হামলার ঘটনায় উদ্বেগ জানাচ্ছি। বিশ্বের যেকোনো প্রান্তের হিন্দুরা বিপদে পড়লে আমরা তাদের সুরক্ষা এবং তাদের অধিকার লড়াইয়ের জন্য দায়বদ্ধ।’

উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূলকে ঘুমাতে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বলেছিলেন, তিনি হিন্দু বাড়ির মেয়ে বলে প্রধানমন্ত্রী অনুমতি দেননি। তবে এখন বাংলাদেশের ঘটনায় চুপ আছেন কেন? ভোটব্যাঙ্ক চলে যাবে বলেই ৫ দিন ধরে চুপ করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়?’


Suvendu Adhikari question over Mamata Banerjee’s silent on Bangladesh case

Also Read: