Friday, May 10, 2024
দেশ

বড়সড় সাফল্য ভারতীয় সেনার, রাজৌরিতে খতম ৬ লস্কর জঙ্গি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেলো ভারতীয় সেনা (Indian Army)। পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবার (LeT terrorists) ৬ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। এখনও চলছে অভিযান। জানা গিয়েছে, রাজৌরি সেক্টরের ঘন ওই জঙ্গলে (Rajouri jungles) এখনও ৩ থেকে ৪ জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি রাজৌরি জঙ্গলে ভারতীয় সেনাবাহিনীর ৯ সেনা জওয়ান জঙ্গি হামলায় শহিদ হয়েছেন। চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত সন্ত্রাস দমনে স্থানীয় কমান্ডারদের সাথে আলোচনা করতে ওই এলাকা পরিদর্শন করেন। সন্ত্রাসীদের দমনে কড়া অপারেশনের নির্দেশ দেন।

একজন ভারতীয় সেনা কমান্ডার বলেন, ‘হতাহতের ঘটনা বাড়ছিল। তাই সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত ১৩ জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।’

সাউথ ব্লক সূত্রে খবর, গত দুই থেকে তিন মাসে রাজৌরি-পুঞ্চ জেলা সীমান্তের দিয়ে পাকিস্তান থেকে ৯ থেকে ১০ জন লস্কর জঙ্গি অনুপ্রবেশ করেছে। তাদেরকে রুখতে সতর্ক ভারতীয় সেনা।

সেনাবাহিনী বলছে, আফগানিস্তানে চলমান পরিস্থিতির জেরে উপত্যকায় সন্ত্রাসী কার্যালপ বৃদ্ধি পেয়েছে। জঙ্গি অনুপ্রবেশের প্রচেষ্টা বেড়েছে। তবে সন্ত্রাসীদের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীও তাঁদের কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে।

Indian Army guns down six LeT terrorists in Rajouri jungles

Also Read: