Saturday, May 4, 2024
বিনোদন

কাশ্মীর ফাইলসের পরে এবার নিজামের অত্যাচারের কাহিনী নিয়ে ‘রাজাকার’ সিনেমা, ভাবনায় গোপাল পাঁঠাও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কাশ্মীর ফাইলস সিনেমা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল। কাশ্মীর ফাইলসের পরে এবার হায়দ্রাবাদের নিজামদের অত্যাচারের কাহিনি নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। সিনেমার নাম ‘রাজাকার’। প্রযোজক বিজেপি নেতা নারায়ণ রেড্ডি। নিজামের খুনি স্বেচ্ছাসেবী বাহিনীর নাম ছিল রাজাকার। যারা হায়দ্রাবাদকে পাকিস্তানের অংশ করতে ময়দানে এবং বিরোধীদেরকে হত্যা করে।

সাধারণত রাজাকার, আলবদর কথাগুলো বাংলাদেশি মানুষরা বেশি পরিচিত। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের হয়ে কাজ করে রাজাকার, আলবদররা। লক্ষ লক্ষ বাংলাদেশিদের হত্যা করতে ভূমিকা রাখে তারা। মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা, মহিলাদের ধর্ষণের মতো নৃশংসতায় মদত দেয় তারা।

বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধী এসব রাজাকারদের ফাঁসি, যাবজ্জীবন সাজা সহ বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে। রাজাকারদের নিয়ে বাংলাদেশে অনেক সিনেমা, নাটক, টিভি সিরিয়াল তৈরি হয়েছে। সেগুলো দেখলে আমরা দেখতে পাই, রাজাকারদের নৃশংসতা।

রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের আহবায়ক রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, ১৯৪৬ সালের দাঙ্গা এবং সেই দাঙ্গায় হিন্দুদের রক্ষাকারী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠাকে নিয়ে গবেষণা চলছে। আগামী বছর গোপাল পাঁঠাকে নিয়ে একটি ফিচার ফিল্ম তৈরি করার পরিকল্পনা করছেন তাঁরা। উল্লেখ্য, ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ রুখে দিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায়।