Tuesday, April 23, 2024
FEATUREDদেশ

রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি, রাষ্ট্রপতিকে চিঠি সাংসদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোটা দেশবাসীর কাছে গর্বের একটি নাম হল রতন টাটা (Ratan Tata)। বুধবার এই মহান শিল্পপতি ও সমাজসেবী মানুষটির ৮৫তম জন্মদিন ছিল। ১৯৩৭ সালের ২৮ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১০ বছর বয়সী আলাদা হয়ে যান তার বাবা-মা। তাকে দত্তক নেন নাভাজিবাই টাটা। একের পর এক মাইলফলক স্পর্শ করেছেন রতন টাটা। কোনও বিতর্ক তাঁর ধারে কাছে আসতে পারিনি।

এর আগেও রতন টাটাকে ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি উঠেছিল। ফের রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন ওয়াইআরএস কংগ্রেস পার্টির সাংসদ রঘু রামকৃষ্ণ রাজু। জানা গিয়েছে, রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে চিঠি লিখেছেন তিনি। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রঘু রামকৃষ্ণ রাজু লিখেছেন, পৃথিবীতে বহু ধনকুবের আছেন, কিন্তু সাধারণ জনজীবনে রতন টাটার প্রভাব অনস্বীকার্য। ব্যবসার ক্ষেত্রে তিনি একজন কিংবদন্তি।

চিঠিতে তিনি লিখেছেন, ‘পৃথিবীতে বহু ধনকুবের জন্ম নেবেন। কিন্তু যারা স্থায়ী প্রভাব ফেলেন তেমন একজন হলেন অসাধারণ শিল্পপতি রতন টাটার মতো মানুষ। রতন টাটা ভারতরত্ন পাওয়ার মতো যোগ্য কিংবদন্তি মানুষ। তিনি একজন জনহিতৈষী কোটিপতি। মানবিকতা তথা সমাজসেবাকে উৎসাহ দিতে রতন টাটাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।’

উল্লেখ্য, এর আগে মোটিভেশনাল স্পিকার ড. বিবেক ভিন্দ্রা রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন। এই দাবীতে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছিল। এরপরেই রতন টাটা বিষয়টি নিয়ে টুইট করেন। তিনি লেখেন, ‘একটি অ্যাওয়ার্ড দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় একাংশের আবেগকে আমি সম্মান জানাচ্ছি। তবে আমার বিনীত অনুরোধ, এই ধরনের প্রচার বন্ধ করা হোক। আমি ভাগ্যবান, ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরে।’