Saturday, May 18, 2024
বিনোদন

‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ে হিন্দুদের রক্ষাকারী গোপাল পাঁঠাকে নিয়ে সিনেমা আসছে: রুদ্রনীল ঘোষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ রুখে দিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা (Gopal Patha)। ১৯৪৬ সালের দাঙ্গায় হিন্দুদের রক্ষাকারী গোপাল মুখোপাধ্যায়কে ফিচার ফিল্ম আসছে আগামী বছরেই। এমনটাই ঘোষণা করলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের আহবায়ক রুদ্রনীল ঘোষ।

বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, ‘১৯৪৬ সালের দাঙ্গা এবং সেই দাঙ্গায় হিন্দুদের রক্ষাকারী গোপাল পাঁঠাকে (Gopal Chandra Mukhopadhyay) নিয়ে গবেষণা চলছে। আগামী বছর গোপাল পাঁঠাকে নিয়ে একটি ফিচার ফিল্ম তৈরি করার পরিকল্পনা করছেন তাঁরা।’

এদিকে তেলেঙ্গানা বিধানসভার নির্বাচনের আগে হায়দ্রাবাদে নিজামের অত্যাচারের কাহিনী নিয়ে ‘রাজাকার’ সিনেমা আসছে। এই সিনেমায় হায়দ্রাবাদকে পাকিস্তানের অংশ করতে রাজাকারদের অত্যাচারের কাহিনী দেখানো হবে। উল্লেখ্য, নিজামের খুনি বাহিনীর নাম ছিল রাজাকার।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পরে নিজাম হায়দ্রাবাদের ভারতের অন্তর্ভুক্তিতে আপত্তি জানান। এরপরেই শুরু হয় ভারতপ্রেমীদের ওপর সীমাহীন অত্যাচার। বহু মানুষকে হত্যা করা হয়। যাদের মধ্যে সিংহভাগই ছিলেন হিন্দু। ভারতীয় সেনার পাল্টা আক্রমণে আত্মসমর্পণ করেন নিজাম। কিছুদিন জেল খাটার পরে পাকিস্তানের কাছে রাজনৈতিক আশ্রয় নেন নিজাম। সেই কাহিনীই দেখানো হবে পর্দায়।