Tuesday, May 14, 2024
দেশ

রাম মন্দিরের ভূমিপুজো দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়: রাষ্ট্রপতি

নয়াদিল্লি: দেশবাসীকে ৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে মন্দির নির্মাণের শুভ সূচনা হয়েছে। যা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়।

রাষ্ট্রপতি বলেন, দেশবাসী দীর্ঘ সময় ধরে ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন এবং দেশের বিচার ব্যবস্থায় সবসময় আস্থা রেখেছেন। শ্রীরাম জন্মভূমির সঙ্গে যুক্ত আইনি সমস্যাকেও যথোপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়েছে। সমস্ত পক্ষ ও দেশবাসী শীর্ষ আদালতের সিদ্ধান্তকে সম্পূর্ণ সম্মানের সঙ্গে মেনে নিয়েছেন এবং শান্তি, অহিংসা, প্রেম ও সৌহার্দ্য-এর মূল্যবোধকে বিশ্বের সামনে পুনরায় নিয়ে এসেছেন। সেজন্য আমি সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানাই।

রামনাথ কোবিন্দ বলেন, বিশ্বের সর্ববৃহৎ খাদ্যদ্রব্য বণ্টন প্রকল্প রেশনের মাধ্যমে মাসে প্রায় ৮০ কোটি মানুষ চাল-ডাল পাচ্ছেন। বন্দে ভারত মিশনে দশ লাখের ওপর মানুষ ঘরে ফিরেছেন।

তিনি বলেন, এবছর স্বাধীনতা দিবসের উৎসব উদযাপনে অন্য বছরের মত জাঁকজমক থাকবে না। এর কারণটা স্পষ্ট। গোটা বিশ্ব এক এমন মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে যা জনজীবনে ব্যাপক ক্ষতিকর আঘাত হেনেছে। সমস্ত ধরনের গতিবিধিকে বাধার মুখে ঠেলে দিয়েছে। এই বিশ্ব মহামারির কারণে আমাদের সবার জীবন পুরোপুরি বদলে গেছে।