Monday, April 29, 2024
দেশ

নয়া শিক্ষানীতি দূরদর্শী, সুদূরগামী নীতি: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি: ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। করোনা নিয়ন্ত্রণের কথা এবং করোনা পরিস্থিতিতে গরীবদের সাহায্যের কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে, নাম না করে চিনের জন্য কড়া সতর্ক বার্তাও দিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সময় মতো কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় তৎপর হওয়ায় অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। করোনা যোদ্ধাদের কুর্নিশ প্রাপ্য তাঁদের অনবদ্য কীর্তির জন্য।

পাশাপাশি, নয়া শিক্ষানীতির ভূয়সী প্রশংসা করেন তিনি। রামনাথ কোবিন্দ বলেন, জাতীয় শিক্ষানীতি এক দূরদর্শী, সুদূরগামী নীতি। এর ফলে শিক্ষার ক্ষেত্রে ‘অন্তর্ভুক্তি’, ‘উদ্ভাবনা’ এবং ‘প্রতিষ্ঠানের’ সংস্কৃতি আরও শক্তিশালী হবে। নতুন শিক্ষানীতির মাধ্যমে মাতৃভাষায় পড়াশোনার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যার ফলস্বরূপ, শিশুদের মন সহজ সরলতার সঙ্গে প্রস্ফুটিত পল্লবিত হতে পারবে।

রাষ্ট্রপতি বলেন, মাতৃভাষায় মাধ্যমে পড়াশোনার ফলে ভারতের সমস্ত ভাষা এবং ভারতের একতা আরও শক্তিশালী হবে। কোনও রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য দেশের নবীনদের ক্ষমতায়ণ হওয়া জরুরি। আর জাতীয় শিক্ষানীতি এক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।