Saturday, July 27, 2024
দেশ

৭৫ বছর বয়সের পরেও মোদীই ২০২৯ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকবেন: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জেল থেকে বেরিয়েই আকশন মুডে দেখা যায় কেজরিওয়ালকে। সরাসরি আক্রমণ করেন বিজেপিকে। দাবি করেন, ‘আমাকে জেলে পাঠিয়ে মোদী প্রমাণ করেছেন যে সবাইকে জেলে পাঠানো সম্ভব। ‘ওয়ান নেশন, ওয়ান লিডার’ মিশন চালু করেছে বিজেপি। দেশের সব নেতাকে শেষ করতে চাইছে। মনীশ সিসোদিয়া, কেজরিওয়াল থেকে শুরু করে মমতার মন্ত্রীদের জেলে পাঠানো হয়েছে। লিখে রাখুন, এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা, তেজস্বী, স্ট্যালিন, উদ্ধব, পিনারাই বিজয়ন।’

কেজরিওয়াল বলেন, ‘সামনের বছর মোদীর বয়স ৭৫ বছর হয়ে যাবে। বিজেপিতে ৭৫ বছর বয়স হয়ে গেলে তাঁকে অবসর নিতে হয়। আডবাণী, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর ১৭ সেপ্টেম্বর মোদীও অবসর নেবেন। তখন কে হবেন প্রধানমন্ত্রী?’

কেজরিওয়াল বলেন, ‘ মোদীর পরে অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী করা হবে। অর্থাৎ, মোদী নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন। তাহলে মোদীর গ্যারান্টি পূরণ করবে কে?’

কেজরিওয়ালের এই প্রশ্নের জবাব দিয়েছেন অমিত শাহ। সাফ জানিয়েছেন, ‘আমি অরবিন্দ কেজরীবাল অ্যান্ড কোম্পানি এবং ইন্ডিয়া জোটকে বলে রাখতে চাই, বিজেপির সংবিধানে এমন কোনও নিয়ম নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মেয়াদ পূরণ করবেন এবং ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন। ২০২৯ পর্যন্ত মোদীই প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন এ বিষয়ে বিজেপির অন্দরে কোনও সংশয় নেই।’