Thursday, November 13, 2025
দেশ

অন্তত ৫০ কুখ্যাত জঙ্গিকে খতম করেছেন, রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন CRPF নরেশ কুমার

নয়াদিল্লি: কর্মজীবনে অন্তত ৫০ জন কুখ্যাত জঙ্গিকে খতম করেছেন সিআরপিফের কম্যান্ডান্ট নরেশ কুমার। এনকাউন্টারে জখম করেছেন আরও ডজন খানেক জঙ্গিকে। নিহত জঙ্গিদের তালিকায় রয়েছে লস্কর-ই-তৈবার সক্রিয় কম্যান্ডার, হিজবুল মুজাহিদিন, জইশ-ই-মহম্মদের মতো পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ও স্লিপার সেলরা।

শনিবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সপ্তম মেডেল ফর গ্যালান্ট্রি পাচ্ছেন নরেশ কুমার। চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে ৬ নম্বর সাহসিকতার খেতাব পান ৩৫ বছর বয়সী নরেশ কুমা। ২০১৭ সালে প্রথম সাহসিকতার মেডেল পান। ২০১৮ সাল পান আরও দুটি পুরস্কার, ২০১৯-এও দুবার খেতাব পান। সব মিলিয়ে একাধিক সাফল্যের রেকর্ড রয়েছে তাঁর মুকুটে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের বীর সেনা ও নিরাপত্তা বাহিনীকে সম্মান জানায় রাষ্ট্র। এবছর বেছে নেওয়া হয়েছে দেশের দুর্গম অঞ্চলে নিরাপত্তরা দ্বায়িত্বে থাকা ৫৫ জন সাহসী CRPF জওয়ানকে। সেই তালিকায় রয়েছে নরেশ কুমারের নাম। এই নিয়ে তিনি সপ্তম মেডেল ফর গ্যালান্ট্রি পাচ্ছেন।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) অ্যাসিস্টান্ট কম্যান্ডাট নরেশ কুমারকে সহকর্মীরা ডাকেন ‘গানস্লিঙ্গার’। নিপুণ তাঁর নিশানা, দুর্জয় তাঁর সাহস। জঙ্গিদের গুলির সামনে বুক চিতিয়ে লড়াই করতে পারেন তিনি। যেকোনও দুর্গম জায়গায় কৌশলে ঢুকে পড়তে পারেন। তাই সিআরপিএফ কম্যান্ডান্টকে পুলিশের অন্যতম সর্বোচ্চ সম্মান ‘পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি’ দেওয়া হল তাঁকে।