Saturday, July 27, 2024
কলকাতা

‘শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ বাংলায় হওয়া প্রত্যেকটা দুর্নীতির হিসাব নেব, কাউকেই ছাড় নয়’, হুঙ্কার মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে এসে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ব্যারাকপুরে অর্জুন সিংয়ের প্রচারে এসে মোদী বলেন, বাংলায় হওয়া প্রত্যেকটা দুর্নীতির হিসাব নেব। কাউকেই ছেড়ে দেওয়া হবে না।

মোদী বলেন, ‘তৃণমূল সরকারের দুর্নীতির অন্যতম উদাহরণ হল শিক্ষক নিয়োগ দুর্নীতি। প্রমাণ লোপাট করতে চাকরিপ্রার্থীদের OMR শিট পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে। তৃণমূল সরকারের আমলে বাংলায় শুধু দুর্নীতিই হয়েছে। বাংলার এই লুটের পাইপয়সার হিসাব বুঝে নেব। কাউকে ছেড়ে কথা বলা হবে না। বাংলার মানুষকে বলতে চাই, মোদী আছে। কোনও দুর্নীতিগ্রস্তকে ছাড় দেওয়া হবে না।’

তৃণমূলকে বিঁধে মোদী বলেন, ‘কয়েক বছর আগে তৃণমূল সরকার নিয়ে সিএজি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে বলা হয়, ২ লাখ ৩০ হাজার কোটির কোনও হিসাবই তৃণমূল সরকার দেয়নি।’