‘পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব’, কড়া হুঙ্কার মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিনকয়েক আগে ইন্ডিয়া ব্লকের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেছিলেন, ‘পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা তো আর চুড়ি পরে বসে নেই’। এবার তার পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী কড়া হুঙ্কার দিয়ে বলেন, ‘পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব’। পাশাপাশি, বিরোধী জোটের নেতাদের ‘কাপুরুষ’ বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, ‘ইন্ডিয়া ব্লকের এমন নেতা আছে যারা পাকিস্তানকে ভয় পায় এবং পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে দুঃস্বপ্ন দেখে। ইন্ডিয়া ব্লকের নেতারা বলে পাকিস্তান চুড়ি পরে বসে নেই, তাহলে আমরা পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব। এখন পাকিস্তানের খাওয়ার জন্য ‘আটা’ দরকার। তাদের কাছে বিদ্যুৎও নেই। পাকিস্তানের কাছে চুড়িরও পর্যাপ্ত সরবরাহ নেই। আমরা তাদের চুড়ি পরিয়ে দেব।’
এর আগে গত শনিবার ওড়িশায় ভোট প্রচারে গিয়ে মোদী বলেন, ‘পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে, তারা তাদের কাছে থাকা পারমণাবিক বোমার রক্ষণাবেক্ষণও করতে পারছে না। পরমাণু বোমা বিক্রির চেষ্টা করছে পাকিস্তান। খদ্দের খুঁজছে। তবে বিক্রি করতে পারছে না পাকিস্তান।’