Saturday, July 27, 2024
কলকাতা

‘কেউ CAA বাতিল করতে পারবে না’, ব্যারাকপুর থেকে ৫ গ্যারান্টি মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাংলাকে ৫ টি গ্যারান্টির কথা শোনালেন মোদী। 

মোদীর ৫ টি গ্যারান্টি হলো-

প্রথম, ধর্মের ভিত্তিতে কোনও সংক্ষণ প্রদান করা হবে না। 

দ্বিতীয়, যতদিন মোদী থাকবে, ততদিন তফসিলি জনজাতির সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না। 

তৃতীয়, রামনবমী পালন এবং রাম পুজোয় কেউ বাধা দিতে পারবে না। 

চতুর্থ, যতদিন মোদী থাকবে, ততদিন রামমন্দিরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না।  

পঞ্চম, কেউ সিএএ বাতিল করতে পারবে না। 

সিএএ প্রসঙ্গে মোদী বলেন, ‘সিএএ নির্যাতিত শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার আইন। এই আইনে কারও নাগরিকত্ব যাবে না। কিন্তু বিজেপি বিরোধীরা সিএএ নিয়ে মিথ্যে কথা বলছে। তৃণমূল-বামেরা মতুয়াদের, নমশুদ্রদের নাগরিকত্ব দিতে চায় না।’