Saturday, July 27, 2024
রাজ্য​

মিথ্যা গুজবে কান দেবেন না, CAA’র জন্য কারও নাগরিকত্ব গেলে আপনার ফেলা থুতু আমি চাটবো: মিঠুন চক্রবর্তী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। কেড়ে নেওয়ার নয়। তৃণমূল সিএএ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে কোলাঘাটে গিয়ে এমনটাই জানালেন মিঠুন চক্রবর্তী। তিনি জোর দিয়ে বলেন, ‘CAA’র জন্য কারও নাগরিকত্ব গেলে আপনার ফেলা থুতু আমি চাটব।’

মিঠুন বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা অবধি যেখানেই যাচ্ছি, শুনছি CAA তোমাদের তাড়িয়ে দেবে। ধ্বংস করে দেবে। তোমার বাড়ি পাঠিয়ে দেবে। সকাল থেকে সন্ধ্যা অবধি তৃণমূল খালি মিথ্যে কথা বলে। এদের মিথ্যা লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি।’

মিঠুন চক্রবর্তী সাফ বলেন, ‘CAA নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইনটা শুধু মুসলিম ভাই বোনদের জন্য নয়। এটা আমার জন্য, খ্রিস্টানদের জন্য, শিখ ভাইদের জন্য। সবার জন্য। তাহলে ঝামেলা কিসের?’

তিনি বলেন, ‘অমুসলিম সবাই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের। আর আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনি থুতু ফেলবেন আর আমি সেই থুতু চাটব।’