Monday, May 13, 2024
দেশ

‘দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন মমতা’

কলকাতা: টুইটারে এখন প্রায় দিনই মমতাকে নিয়ে ট্রেন্ড করছে বিভিন্ন হ্যাশট্যাগ। ‘দিদি এবার প্রধানমন্ত্রী হবে’, ‘বাঙালি প্রধানমন্ত্রী’ সহ প্রভৃতি হ্যাশট্যাগ। একুশের বিধানসভা ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরে শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে বিজেপি বিরোধী হিসাবে প্রধান মুখ এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

এর মধ্যেই বুধবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে দেখা করলেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ তিকাইত (Rakesh Tikait)। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি, কেন্দ্রের পাশ কৃষি বিল নিয়ে বৈঠক করেন তারা।

রাকেশ তিকাইত বলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দেখানো পথেই হাঁটবে দেশ বলেও দাবি জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী বলেন, কৃষক আন্দোলনকে সমর্থন করি আমরা। কৃষকদের পাশে আছি। আরও জোরদার করতে হবে কৃষক আন্দোলন। কেন্দ্রের পাশ তিনটি কৃষি বিল বাতিলের দাবিতে প্রয়োজনে আমি অন্যরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব।

মমতার অভিযোগ, গায়ের জোরে কৃষি আইন পাশ করেছে কেন্দ্রীয় সরকার। ৭ মাস ধরে কৃষকরা আন্দোলন চালিয়ে গেলেও, কেন সরকার কৃষদের সঙ্গে কথা বলছে না? তা নিয়ে প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। হুংকার দিয়ে তিনি বলেন, কেন্দ্রের মোদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে রাজ্যগুলোকে একজোট হতে হবে।