Saturday, May 4, 2024
দেশ

এই মুহূর্তে কেমন আছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মা?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে (Heeraben Modi)। জানা গেছে, শ্বাসকষ্টজনিত কারণে মঙ্গলবার অসুস্থতা বোধ করেন হীরাবেন মোদী। এরপরেই তড়িঘড়ি ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে কেমন আছেন তিনি? হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে ধীরে ধীরে হীরাবেন মোদীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত কারণেই মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত মায়ের অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। চিকিৎসক দল সার্বক্ষণিক মায়ের ওপর নজর রাখছেন। পরিবারের সদস্যরা হাসপাতালেই রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরেই ১০০ বছরে পা রেখেছেন হীরাবেন মোদী। তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপির নেতা কর্মীরা। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী হৃষিকেশ প্যাটেলও ইউএন মেহতা হাসপাতালে যান।

হীরাবেন মোদীর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হীরাবেনের সুস্থতা কামনা করেছেন। দেশজুড়ে চলছে পুজো, অর্চনা। কাশিতে চলছে মহামৃত্যুঞ্জয় জপ।