Wednesday, May 15, 2024
কলকাতা

শুক্রবার নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্লাগ অফ-সহ একাধিক কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবান্ন সূত্রে খবর, শুক্রবার সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ফ্লাগ অফ করবেন তিনি। এছাড়া আরও বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।

হাওড়া স্টেশন থেকে বেরিয়ে দুপুর ১২ টা নাগাদ আইএনএস নেতাজি সুভাষ সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একটি প্রদর্শন ঘুরে দেখবেন তিনি। এরপর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন তিনি। জানা গেছে, এই বৈঠকে যোগ দিতে ৯ জন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য আসছেন।

দুপুর ১২ টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত গঙ্গা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। গঙ্গা পরিষদের সদস্য হিসেবে এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুটো থেকে ২ টা ৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের সময় রাখা হয়েছে প্রধানমন্ত্রীর সময়সূচিতে। ৩ টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মোদী।