Tuesday, May 14, 2024
দেশ

সেরে ওঠা ৩৫০ তবলিঘি জামাত সদস্য প্লাজমা দান করলেন

নয়াদিল্লি: করোনা আবহে তবলিঘি জামাত সদস্যের কান্ডে উত্তাল হয়ে উঠেছিল দেশ। জমায়েতে যোগদানকারী বহু তবলিঘি সদস্য করোনা আক্রান্ত হয়ে পড়েছিলাম। এরপর কোয়ারেন্টিন সেন্টারে তাদের বিরুদ্ধে উঠেছিল অসহযাগিতার অভিযোগ। তবে এবার তবলিঘি জমায়েতর সদস্যরাই করোনা আক্রান্ত রোগীদের বাঁচাতে প্লাজমা দানে ইচ্ছুক।

সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে তবলিঘি জামাতের ৩৫০ জন সদস্যের প্লাজমা সংগ্রহের কাজ। সুলতানপুরী এবং নারেলার দুটি কোভিড কেয়ার সেন্টারে শুরু করা হয়েছে প্লাজমা সংগ্রহের কাজ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনে সাড়া দিয়ে সোমবার ২৫ জন তবলিঘি জমায়েতকারী প্লাজমা দান করেছেন।

রবিবার অরবিন্দ কেজরিওয়াল টুইটারে অনুরোধ করেছিলেন, যারা করোনাকে হারিয়েছেন তারা এগিয়ে আসুন। আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দান করুন। আমরা সবাই এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই।

প্লাজমাদানকারী ফারহা বাসার বলেন, মানবিকতার তাগিদ থেকে প্লাজমা দান করলাম। এতে অন্যের জীবন বাঁচানো যাবে বলে শুনেছি। আমার মতই যারা করোনা যুদ্ধ জিতেছে, তারা সবাই এই মহৎকাজে এগিয়ে আসুন।

নিজামুদ্দিনের তবলিঘি জমায়েতে যোগদানকারী ১,০৮০ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসায় সেরে উঠেছেন। সেই করোনাজয়ীরাই এবার প্লাজমা দান করে করোনা আক্রান্তের বাঁচাবেন।

করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি আশার আলো দেখিয়েছে। দিল্লিতের ইতিমধ্যেই বেশ কয়েকজন করোনা রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। তাদের অধিকাংশই সুস্থ হয়ে উঠছেন। তাই দিল্লির লোক নায়ক হাসপাতালের পর এবার প্লাজমা থেরাপির পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সেস।