Saturday, May 18, 2024
জীবনযাপন

‘মানুষ কেন বিয়ে করে, বুঝি না’, মন্তব্যের ৪ মাস পেরোতে না পেরোতেই বিয়ে করলেন মালালা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মাস চারেক আগে নোবেল শান্তি পুরষ্কারজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের করা একটি মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল। ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মালালা বলেছিলেন, ‘বিয়ে জিনিসটাই অপ্রয়োজনীয়। আমি বুঝতে পারি না, মানুষ কেন বিয়ে করে? জীবনসঙ্গীর জন্য বিয়ে করা অপ্রয়োজনীয়।’ এই মন্তব্যের পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু ‘মানুষ কেন বিয়ে করে?’ এই মন্তব্যের ৪ মাস পেরোতে না পেরোতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মালালা।

জানা গেছে, পাক ক্রিকেট বোর্ডের এক কর্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মালালা। বার্মিংহামের বাড়িতে ঘরোয়া পরিবেশে বিয়ে হয় তাঁদের। টুইট করে বিয়ের খবর সকলের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন নোবেলজয়ী মালালা। বিয়ের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।

টুইটে মালালা লেখেন, ”আজ আমার জীবনের একটি মূল্যবান দিন। অসর এবং আমি গাঁটছড়া বাঁধলাম। বার্মিংহামের বাড়িতে ছোটখাটো এক বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে এই মুহূর্তটি উদযাপন করলাম। আমাদের জন্য প্রার্থনা করবেন। আগামীর যাত্রা একসঙ্গে শুরু করতে পেরে আমরা উত্তেজিত।”


উল্লেখ্য, চার মাসে আগে ভোগকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে সম্পর্কে মালালা বলেছিলেন, ‘ আমি একটা জিনিস বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করেন? জীবনসঙ্গীর জন্য বিয়ে করা অপ্রয়োজনীয়। যদি সত্যি আপনার জীবনে কোনও মানুষকে চান, তার জন্য বিয়ের কি প্রয়োজন? দু’জনে পরস্পরের পাশে থাকাটাই যথেষ্ট।’

মালালার এই মন্তব্যে পাকিস্তানজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। মালালার বিয়ে মন্তব্যের সমালোচনা হয়েছিল পাকিস্তানের পার্লামেন্টেও। দেশটির ধর্মীয় রাজনৈতিক দলগুলোও মালালার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন।