Saturday, May 4, 2024
দেশ

‘ধোনির নিরাপত্তা নিয়ে ভাবার দরকার নেই, ওই বরং সীমান্তে সজাগ থেকে দেশকে সুরক্ষা দেবে’

নয়াদিল্লি: ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টে যোগ দিতে চলেছেন লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। তবে সেলেব্রিটি বলে কোনো আলাদা ব্যবস্থা নয়। তাঁর নির্দিষ্ট কাজের মধ্যে থাকবে টহলদারি, গার্ড এবং পোস্ট ডিউটি। ২ মাস জওয়ানের মতোই জীবন কাটাবেন। তাঁর পোস্টিং কাশ্মীরে। ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়ানে (প্যারা) রয়েছেন ধোনি।

এদিন এক সাংবাদিক ধোনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে। হাসিমুখে সেনাপ্রধান বলেন, ধোনিকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই। তিনি নিজেই দেশবাসীকে সুরক্ষা দিতে সক্ষম।

সেনাপ্রধান বলেন, যখন দেশের কোনও নাগরিক সেনার ইউনিফর্ম পরেন, তখন সেই পোশাকের সঙ্গে জড়িত দায়িত্ব পালনের জন্যে তাঁকে তৈরি থাকতেই হয়। ধোনি তাঁর প্রাথমিক প্রশিক্ষণ ভালো করেই নিয়েছেন। আমরা নিশ্চিত ধোনি নিজের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন। আমার মনে হয় না ধোনির নিরাপত্তার চিন্তা আমাদের করতে হবে। বরং উনি নিজেই দেশবাসীকে সুরক্ষা প্রদান করবেন।

প্রসঙ্গত, ২০১১ সালে ধোনিকে প্যারাস্যুট রেজিমেন্টের লেফটেনেন্টে কর্নেল পদে সম্মানিত করে ভারতীয় সেনা। সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িয়ে সেনায় যোগ দিচ্ছেন ধোনি। অবসরের জল্পনা জিইয়ে রেখে ধোনি ঘোষণা করেন, আগামী ২ মাস ক্রিকেট থেকে ছুটি নিয়ে ব্যস্ত থাকবেন আর্মির প্যারাস্যুট রেজিমেন্টের বিশেষ প্রশিক্ষণে।