Saturday, May 18, 2024
দেশ

কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু: আজ (শুক্রবার) রাজভবনে কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। রাজ্যপাল বাজুভাই ভালা তাঁকে শপথবাক্য পাঠ করান। এই নিয়ে চতুর্থবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইয়েদুরাপ্পা। সঙ্গে শপথগ্রহণ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

এদিন শপথগ্রহণ অনুষ্ঠানের আগে কদু মল্লেশ্বর মন্দিরে পুজো দেন ইয়েদুরাপ্পা। পরে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকার প্রতিহিংসার মনোভাব নিয়ে চলবে না। সরকার পরিচালনার ক্ষেত্রে বিরোধীদের পাশে নিয়ে চলবে বলে তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, আস্থা ভোটে ৯৯-১০৫ ভোটে পরাজিত হয়েছে কংগ্রেস-জেডিএস জোট সরকার। এরপরই বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে ধার্য করা হয় ইয়েদুরাপ্পার নাম।

প্রসঙ্গত, আগামী ৩১ জুলাই বিধানসভায় গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ইয়েদুরাপ্পাকে। বিজেপির পক্ষে এখনও পর্যন্ত আছেন ১০৬ জন বিধায়ক। গরিষ্ঠতা প্রমাণের জন্য তাঁকে আরো ৬ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে। ইয়েদুরাপ্পা নিজে জানিয়েছেন, গরিষ্ঠতা প্রমাণের ব্যাপারে ১০১ শতাংশ নিশ্চিত তিনি।