Saturday, May 4, 2024
দেশ

‘ভারতরত্ন’ পেলেন প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি: ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর হাতে এই সম্মান তুলে দিলেন ভাবর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে এই নিয়ে পাঁচজন বাঙালির হাতে উঠল এই সম্মান। বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়, রবি শঙ্কর, অমর্ত্য সেনের পর পঞ্চম বাঙালি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেলেন প্রণব মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মঞ্চ থেকে এই সম্মান প্রদান করা হয়। সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদী ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে করমর্দন করেন প্রণববাবু। এরপর মরণোত্তর ভারতরত্ন পুরস্কার তুলে দেওয়া হয় কিংবদন্তি গায়ক ও সুরকার প্রয়াত ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকার হাতে। অন্যদিকে প্রয়াত সমাজসেবী নানাজি দেশমুখের মরণোত্তর ভারতরত্ন পুরস্কারটি তুলে দেওয়া হয় নানাজি দেশমুখের পরিবারের হাতে।

৮৩ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেছেন বহু উত্থান-পতন। একা হাতে সামলেছেন বহু গুরুত্বপূর্ণ পদ। রাজনৈতিক জীবনের প্রান্ত সীমায় এসে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতিরও। পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের জন্যে তাঁর অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাঁকে দেওয়া হয় ভারত রত্ন খেতাব।

এই সম্মানের জন্যে তাঁকে বেছে নেওয়ায় দেশের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ২৬ জানুয়ারি সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, ‘আমি এই দেশের জনগণের কাছে চিরকৃতজ্ঞ। আন্তরিক ধন্যবাদ জানিয়েছি দেশের রাষ্ট্রপতিকেও।’