Tuesday, May 14, 2024
দেশ

এখনই লোকসভা ভোট হলে বিজেপি নাকি ইন্ডিয়া জোট জিতবে? কি বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপিকে রুখতে ২৬টি দল মিলে বিরোধী ইন্ডিয়া জোট গঠন করেছে। এদিকে বছর ঘুরলেই লোকসভা ভোট। ইন্ডিয়া জোট কি পারবে বিজেপিকে রুখে দিতে? কি বলছে জনমত সমীক্ষা? কুস্তিগিরদের যৌন হেনস্থা, মণিপুর ইস্যু, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কিছুটা হলেও বিজেপি ব্যাকফুটে রয়েছে। তবে এখনই ভোট হলে জিতবে কোন দল?

ইন্ডিয়া টুডে-সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী, এখনই যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৩০৬টি আসন। অর্থাৎ, একক সংখ্যাগরিষ্ঠতার পেতে চলেছে গেরুয়া শিবির। লোকসভা ভোটে ম্যাজিক ফিগার ২৭২টি আসন।

এদিকে, ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র ১৯৩টি আসন। বাকিরা পেতে পারে ৪৪টি আসন। সমীক্ষা বলছে, বিগত কয়েকমাসেই ইন্ডিয়া জোটের অবস্থান ভালো হয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভায় ইন্ডিয়া জোটের দলগুলি মোট ৯১টি আসন জিতেছিল। অন্যদিকে, এনডিএ পেয়েছিল ৩৫২টি আসন।