লিপস এন্ড বাউন্ডস কোম্পানির CEO অভিষেক, এবার সরাসরি নাম উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি ইডির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি জারি করলো ইডি। বুধবার জারি করা প্রেস বিবৃতিতে ইডি জানিয়েছে, লিপস এন্ড বাউন্ডস কোম্পানির সিইও পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। তারমধ্যে ছিল লিপস এন্ড বাউন্ডস। এই সংস্থাতেই চাকরি করতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তল্লাশি চালিয়ে একাধিক নথি ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে ইডি।
এদিকে, বুধবার জারি করা বিবৃতিতে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ওই সংস্থার সিইও পদে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক।
ইডির জানিয়েছে, লিপস এন্ড বাউন্ডস সংস্থার চিফ অপারেটিং অফিসার হিসেবে ছিলেন কালীঘাটের কাকু। বেআইনি কালো টাকা সাদা করতে ওই কোম্পানি ব্যবহার করা হতো।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। তাকে জেরা করেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।