Friday, December 13, 2024
দেশ

দেশের সবথেকে জনপ্রিয় ‘মুখ’ কে? কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশবাসী?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০১৪ সালে মোদী ম্যাজিকেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। ২০২৯ সালেও মোদী ম্যাজিকেই বিরাট বড় জয় পেয়েছিল গেরুয়া শিবির। বছর ঘুরলেই লোকসভা ভোট। প্রশ্ন উঠছে ২০২৪ আসন্ন লোকসভা ভোটে কি বিজেপি মোদী ম্যাজিকেই ফের ক্ষমতায় ফিরতে পারবে? কি বলছে সমীক্ষা?

ইউগভ, মিন্ট এবং সিপিআর মিলেনিয়ালের করা জনমত সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় ‘মুখ’ নরেন্দ্র মোদী। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর গ্রহণযোগ্যতা ৪০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। তবে রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাত্র ১৫ শতাংশ মানুষ। অর্থাৎ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানানোর মতো গ্রহণযোগ্য মুখ এই মুহূর্তে নেই।

সমীক্ষা বলছে, মোদী ও রাহুলের পরে দেশের তৃতীয় সবচেয়ে জনপ্রিয় নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীকে দেশের ১১ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী পদে দেখতে চায়। যোগীর পরে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে, বিজেপি বা এনডিএ সমর্থকদের মধ্যে ৬৭ শতাংশ মানুষ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখতে চান।