Saturday, May 4, 2024
রাজ্য​

ভারতরত্ন দেওয়া হোক মমতাকে, দাবি তৃণমূল সাংসদের

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার দাবি জানাল অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম। শুক্রবার এই দাবি জানান সংগঠনের চেয়ারম্যান ইদ্রিশ আলি। তিনি বলেন, মমতাই এটি পাওয়ার যোগ্যতম ব্যক্তি। কোনরকম রাখঢাক না রেখেই ইদ্রিস আলি বলেন, মমতার মতো অতুলনীয় ব্যক্তি আর কেউ নেই। তাঁর কথায়, মমতার কোনও তুলনা নেই। ইদ্রিস আলি আরও বলেন, মমতা জাতীয় সংহতির প্রতীক, সম্প্রীতি ও উন্নয়নেরও প্রতীক। সাধারণ মানুষের জন্য কণ্যাশ্রীর মত একাধিক জনহিতকর প্রকল্প নিয়েছেন মমতা। তিনি একজন অতুলনীয় মহিলা। তাই তাঁকে ভারতরত্ন দেওয়া হোক।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইদ্রিশ আলি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা পালন করে চলেছেন তা দেশের মানুষের কাছে দৃষ্টান্তস্বরূপ। তাই সব ধর্মের মানুষই চান তাঁকে দেওয়া হোক ভারতরত্ন সম্মান। ভারতরত্ন সম্মানের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দফতরে শীঘ্রই চিঠি পাঠাবেন বলেও জানান বসিরহাটের এই সাংসদ।

পাশাপাশি ইদ্রিশ আলি দাবি করেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের ৪২টিই তৃণমূল পাবে। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন তৃণমূল নেতা, দলনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে এবার নজিরবিহীনভাবে ‘দিদি’র জন্য ভারতরত্নের আবেদন করলেন ইদ্রিস আলি। যদিও তাঁর এই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া আসছে বিভিন্ন মহল থেকে।