Thursday, September 19, 2024
দেশ

এবার আগ্রার নাম বদলে ‘আগরাওয়াল’ করার দাবি বিজেপি নেতার

লখনউ: ঐতিহাসিক মুঘলসরাই স্টেশনের নাম বদলে করা হয়েছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। তারপর একে একে নাম বদলের প্রস্তাব উঠছে বহু ঐতিহ্যবাহী শহররে। এলাহবাদ বদলে প্রয়াগরাজ। ফৈজাবাদ বদলে হয়ে যাচ্ছে অযোধ্যা। এমনকি দেশের সব মুসলমান শাসকদের দেওয়া নামকেই বদলে ফেলার ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হিন্দুবাদীরা দাবি তুলেছেন, গুজরাটের আহমেদাবাদের নাম কর্ণাবতী, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম সম্ভাজি নগর, আগ্রার নাম আগ্রাভন করার।

বিজেপি বিধাবক জগন প্রসাদ গর্গের দাবি, বদলে ফেলা হোক আগ্রার নাম। তিনি বলেন, আগ্রা নামের কোনও তাৎপর্য নেই। তাঁর দাবি, আগ্রার নাম হওয়া উচিৎ ‘আগ্রা-বন’ বা ‘আগ্রা-ওয়াল। তিনি জানান একসময় এই আগ্রায় প্রচুর জঙ্গল ছিল। আর সেই জঙ্গলেই থাকতেন আগরওয়াল সম্প্রদায়ের মানুষজন। তাই আগ্রা বদলে ‘আগ্রা-বন’ বা ‘আগ্রা-ওয়াল’ করার দাবি জানিয়েছেন তিনি।

দীপাবলিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফৈজাবাদের নাম বদলে অযোধ্যায় রুপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। আর এবার যোগী আদিত্যনাথের পথ ধরে গুজরাটের পুরোনো রাজধানী আহমেদাবাদের নাম বদল করার উদ্যোগ নিয়েছে গুজরাটের বিজেপির নেতৃত্বাধীন সরকার। সুপ্রাচীন এই বাণিজ্যিক শহর আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী রাখার উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল।

তিনি বলেছেন, আইনি বাধা না থাকলে আহমেদাবাদকে কর্ণাবতী করা হবে। নীতিন প্যাটেল বক্তব্য, শাসক আহমেদ শাহ চতুর্দশ শতকে এই শহরের নাম কর্ণাবতী থেকে বদলে আহমেদাবাদ করেছিলেন। তাই নাম বদল করা হোক।

এদিকে তেলঙ্গানার বিজেপি নেতা রাজা সিংহের দাবি, ষোড়শ শতাব্দীতে কুতুব শাহ হায়দরাবাদের নাম বদল করেছিলেন। তার আগে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের নাম ছিল ভাগ্যনগর। বিজেপি ক্ষমতায় এলে প্রধান লক্ষ্যই হবে এই শহরের নাম বদলে ফের ভাগ্যনগর করার। শুধু হায়দরাবাদই নয়, বিজেপির নজরে আছে সেকেন্দ্রাবাদ এবং করিমনগরের মতো আরও বেশ কয়েকটি জায়গাও। ক্ষমতায় এলে একে একে সব বদলে ফেলা হবে বলে জানিয়েছেন রাজা সিং।