সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নাইটি পরলে ২০০০ টাকা জরিমানা
হায়দরাবাদ: পোশাকের নামই যখন নাইটি, তাহলে তা দিনের বেলা পরা যাবে না। দিনের বেলা পরলে ২০০০ টাকা জরিমানা করা হবে এবং অনাদায়ে সমাজে একঘরে হতে হবে। সমাজপতিরা এমনই আইনকানুন চালু করেছে অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার তোকালাপল্লি গ্রামে।
ওই গ্রামের সমাজপতিদের নির্দেশ, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেখানে কোনও মহিলা নাইটি পরতে পারবেন না। নির্দেশ অমান্য করে নাইটি পরলে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। জরিমানার দিতে না পারলে সমাজে একঘরে করে রাখা হবে গোটা পরিবারকে। এমনই হুমকি জারি করেছে গ্রামের নয় সদস্যের সমাজপতি কমিটি। শুধু তাই নয়, কোনও মহিলা লুকিয়ে নিজের ঘরে ওই সময়ের মধ্যে নাইটি পরছেন কিনা, সেই খবর নিয়ে আসতে পারলে মিলবে ১০০০ টাকা পুরস্কার।
Women in the village have decided not to wear nighties during day & informed elders of the village. Elders gave us a specific time slot during which ban will be imposed but there’s no rule to collect fines from women who violate the time slot: A resident of Thodukalpalli #Andhra pic.twitter.com/aJCNDORGRQ
— ANI (@ANI) 10 November 2018
সূত্রের খবর, ওই গ্রামে মোট ১৮০০ মহিলা রয়েছেন। অন্তত ৯ মাস আগে জারি করা ওই নির্দেশনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রতি সামনে আসে। শুক্রবার রেভেনিউ আধিকারিকরা এই বিষয়ে তদন্ত করতে তোকালাপল্লি গ্রামে যান এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। কোনও সরকারি আধিকারিকের কাছে এই বিষয়ে মুখ না খুলেতে অবশ্য আগেই হুমকি দিয়ে রেখেছিলেন সমাজপতিরা।
তোকালাপল্লির পঞ্চায়েত প্রধান ফ্যান্টাসিয়া মহালক্ষ্মী নিজে একজন মহিলা হয়েও যে কোনও সময় নাইটি পরার বিরোধী। তবে দিনের বেলা নাইটি পরলে শাস্তি দেওয়ার কথা অস্বীকার করেন তিনি।