Saturday, May 4, 2024
রাজ্য​

অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দিল রাজ্য সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্বভারতীর জমি জোর করে দখল করে রেখেছেন অমর্ত্য সেন। এমনই বিতর্কে জড়িয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। এই পরিস্থিতিতে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অমর্ত্য সেনের ‘প্রতীচী’র বাড়িতে যান মুখ্যমন্ত্রী ৷

সোমবার নোবেলজয়ী এই অর্থনীতিবিদদের বাড়িতে গিয়ে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, অমর্ত্য সেনকে যেভাবে অপমান করা হয়েছে তা আমার গায়ে লেগেছে ৷ তাঁর জমির রেকর্ড তাঁর হাতে তুলে দিয়েছি ৷ এবার ওরা যা করার করুক। আইনত কি করব তা পরে জানাচ্ছি ৷ আমি এর শেষ দেখে ছাড়ব।

মুখ্যমন্ত্রী জানান, তিনি বিশ্বভারতীর জমির নথি সঙ্গে করেই নিয়ে এসেছি। অমর্ত্যকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে গোটা বাংলা আহত হয়েছে। আমার ভীষণ গায়ে লেগেছে।