Saturday, May 18, 2024
দেশ

খ্রিস্টান ধর্ম ছেড়ে ১১০০ জনের ঘরওয়াপসি, পা ধুয়ে তাদের সনাতনে স্বাগত জানালেন বিজেপি নেতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ২৪ জানুয়ারি ছত্তিশগড়ে প্রায় ১১০০ জন খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে ফিরে এসেছেন। ছত্তিশগড় বিজেপির রাজ্য সম্পাদক প্রবাল প্রতাপ সিং জুদেব ‘ঘর ওয়াপসি’ দের পা ধুয়ে সনাতন ধর্মে স্বাগত জানান। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বাসনা অঞ্চলে।

প্রবাল প্রতাপ সিং জুদেবের মতে, তারা পথ হারিয়েছিল এবং বহু বছর আগে ধর্মান্তরের শিকার হয়েছিল। ৩২৫টি পরিবারের প্রায় ১১০০ জন লোক বলেছেন যে তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং আবার হিন্দু ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। কথাচাক পণ্ডিত হিমাংশু কৃষ্ণ মহারাজ তাদের হিন্দু ধর্ম গ্রহণের শপথ পাঠ করান।

‘ঘর ওয়াপসি’র জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাল প্রতাপ সিং জুদেব অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমি সম্মানিত, প্রায় ১১০০ মানুষকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের শিকড়ের মধ্যে সৌন্দর্য আছে। আমাদের ধর্ম আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। ’


তিনি বলেন, “হিন্দুদের বাঁচানো এবং তাদের অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া বন্ধ করা একটি বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। যখনই হিন্দুরা বিভক্ত হয়েছে, হিন্দু জনসংখ্যা কমেছে। আসুন আমরা আমাদের পূর্বপুরুষদের সম্মান করি। হিন্দুত্ব হল জাতীয়তাবাদের প্রতীক, তাই আসুন আমরা একটি হিন্দু রাষ্ট্র গঠনের জন্য হাত মেলাই।” – OP India