Friday, May 3, 2024
দেশ

২ সপ্তাহের লকডাউন কর্ণাটকে

বেঙ্গালুরু: করোনার দ্বিতীয় ওয়েভে ভয়াবহ অবস্থা গোটা দেশে। করোনা মোকাবিলায় অধিকাংশ রাজ্যই লকডাউনের পথে হাঁটছে। বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করেছিলেন। এবার একই পথে হাঁটলো কর্ণাটক। সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও (BS Yediyurappa) ঘোষণা করলেন, সোমবার থেকে ২ সপ্তাহের লকডাউন রাজ্য।

ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ১০ মে সকাল ৬টা থেকে ২৪ মে সকাল ৬টা পর্যন্ত লকডাউন চলবে দেশে। এই সময়ে শুধুমাত্র অত্যাবশ্যক পরিষেবায় ছাড় দেওয়া হবে। সবজি আর মাংসের দোকান খোলা থাকবে সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত।

সংক্রমনের হার কমাতে টানা এক সপ্তাহ নৈশ কার্ফু জারি করেছিল কর্ণাটক। তবে তাতেও সংক্রমণের হারে লাগাম টানা সম্ভব হয়নি। তাই রাজ্য সরকার দুই সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিল।

উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,১৪,৯১,৫৯২ জন৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ১৮২ জন৷ মৃত্যু হয়েছে ৩৯২০ জনের।