Saturday, May 4, 2024
দেশ

কর্ণাটকে সম্পূর্ণ ভাবে গোহত্যা নিষিদ্ধ করতে বিল পাশ, বিধানসভাতেই গরু পুজো বিজেপির

বেঙ্গালুরু: গো-হত্যা রোধ করতে নয়া বিল পাশ হল কর্ণাটক বিধানসভায় (Karnataka Assembly)। কংগ্রেসের প্রবল বিরোধিতার সত্ত্বেও গবাদিপশু রোধ ও সংরক্ষণ বিল ২০২০ (anti-cow slaughter bill 2020) পাশ করিয়ে নেয় গেরুয়া শিবির। বিলটি বিধানসভায় পাশ হওয়ার আগে রীতিমতো সাড়ম্বরে গো-পুজোর আয়োজন করে বিজেপি।

উল্লেখ্য, ইতিমধ্যেই গো সংরক্ষণ করতে কড়া আইন প্রণয়ণ করেছে মধ্যপ্রদেশে সরকার। সংশ্লিষ্ট রাজ্যের গরু এবং গোশালা সংরক্ষণে উৎসাহ দিতে ‘কাউ ক্যাবিনেট’ বা ‘গো-মন্ত্রক’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এবার সেই পথেই হাঁটল কর্ণাটক সরকার।

বুধবার বিধানসভায় বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বিধানসভায় পাশ হওয়া বিল আইনে পরিণত হলে কর্ণাটকে পুরোপুরি ভাবে গো হত্য়া নিষিদ্ধ হবে। গো-পাচার কিংবা গরু হত্যা করলে অপরাধীদের কড়া শাস্তির মুখে পড়তে হবে।

বিলটি সম্পর্কে কর্ণাটকের পশুসুরক্ষা প্রভু চৌহান বলেন, বিলে গো হত্যা নিষিদ্ধের কথা বলা। অবৈধ বিক্রি, চোরাচালান আর গো-হত্যা দণ্ডনীয় অপরাধ। তবে যদি কোনও গরু রোগাক্রান্ত হয়ে অন্যান্য গরু, বাছুরদের মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই গরুটিকে মারা যেতে পারে।

প্রভু চৌহান বলেন, আমাদের উপর রাজ্যের ৬ কোটি মানুষ ও বরিষ্ঠ নেতাদের আশীর্বাদ রয়েছে। মুখ্যমন্ত্রী ও আমাদের দলীয় নেতাদের ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এই প্রথম এখানে গো-পুজোর আয়োজন করা হল। গরু আমাদের মা। পশু সুরক্ষার জন্যই এই বিল আনা হয়েছে।

এদিকে, বিলটি পেশ করা হলেই প্রতিবাদে সরব হন কংগ্রেস বিধায়করা। বিধানসভা থেকে ওয়াকআউট করে তারা। কংগ্রেস নেতা সিধারামাইয়ার অভিযোগ, এই বিল পেশ করার আগে কার্য মন্ত্রালয়ের সভায় কোনও আলোচনা হয়নি।