Saturday, May 18, 2024
রাজ্য​

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বাতিল

কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার। ব্যাপক দুর্নীতি হওয়ায় ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের (Upper Primary TET 2016) নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায়ে জানান, প্যানেল থেকে শুরু করে মেধাতালিকা সবই বাতিল করে দেওয়া হল। এই রায়ে অত্যন্ত খুশি হয়েছেন মামলাকারীরা। তবে প্রকৃতই যাঁরা পাশ করেও চাকরি পেলেন না তাঁরা অত্যন্ত হতাশ হয়েছেন।

কলকাতা হাইকোর্টের এই রায় দানের পর একেবারে প্রথম থেকে ফের শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর উচ্চপ্রাথমিকে নিয়োগের জন্য জারি হয়েছিল বিজ্ঞপ্তি। চাকরিপ্রার্থীদের দাবি, ওই পরীক্ষার মেধাতালিকা ও প্যানেল তৈরিতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। ন্যূনতম যোগ্যতামান উত্তীর্ণ নন এমন প্রার্থীও নাম রয়েছে প্যানেলে। অন্যদিকে, বহু যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। আর্থিক কারচুপির অভিযোগও ওঠে।

বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, শিক্ষক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শিক্ষকের উপরেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে। টেটে যাঁদের নাম এসেছে তাঁরা সকলে যথাযথ নন। তাই মামলাকারীদের দাবি মেনে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল।

হাইকোর্টের নির্দেশ, নথি যাচাই থেকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। তারপর তৈরি করতে হবে নতুন মেধাতালিকা ও নতুন প্যানেল। সেই প্যানেলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে। এদিকে, হাইকোর্টের এই রায়ের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি এখনই কিছু বলব না। সব খোঁজখবর নিয়ে তারপর জানাব।