Saturday, May 18, 2024
কলকাতা

শনিবার রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

কলকাতা: ‌বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার পর এবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার রাজ্যে আসছেন তিনি। দু’দিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

রাজনৈতিক বিশ্লেষকরা ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সংঘ প্রধানের রাজ্য সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। RSS সূত্রে খবর, ১৩ ডিসেম্বর সংঘের কার্যালয় কেশব ভবনে কর্মীদের সঙ্গে বৈঠক বসবেন তিনি।

এছাড়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সংগঠনের বর্তমান অবস্থা জানতে সেখানকার আরএসএস প্রচারকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বিজেপি সূত্রে খবর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গেও বৈঠক করবেন সংঘ প্রধান।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে প্রতি মাসে বাংলায় আসার ঘোষণা দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।আগামী ১৯ ডিসেম্বর বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের আগে ভাগবতের বাংলা সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ব্লক স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগস্ট ২০১৯ সালের পরে এই সফর ভাগবতের বাংলায় পঞ্চম সফর হবে। এর আগে, তিনি গত বছরের ১ আগস্ট, ৩১ আগস্ট, ১ সেপ্টেম্বর এবং চলতি বছরের ২২ সেপ্টেম্বর বাংলা সফর করেছেন।

বৃহস্পতিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে ঘটনার রিপোর্ট চেয়েছেন অমিত শাহ।