Friday, May 3, 2024
দেশ

বিজেপি শাসিত কর্ণাটকে নিষিদ্ধ হতে চলেছে গোহত্যা এবং গোমাংস

বেঙ্গালুরু: বিজেপি শাসিত কর্ণাটকে খুব শ্রীঘ্রই নিষিদ্ধ হতে চলেছে গোহত্যা এবং গোমাংস বিক্রি। রাজ্যের পশুপালন মন্ত্রী প্রভু চৌহান এমনটাই জানিয়েছেন। তিনি জানান, খুব শীঘ্রই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে। উল্লেখ্য, বিজেপি কর্ণাটক বিধানসভা নির্বাচন ২০১৮ এর ঘোষণাপত্রে রাজ্যে গোহত্যায় নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছিল।

এর আগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যে গোহত্যা এবং গোমাংস নিষিদ্ধ করেছে। এবার সেই পথে হাটতে চলেছে বিজেপি শাসিত কর্ণাটক। গোহত্যা রুখতে কঠোর আইন চালু করতে চলেছে কর্ণাটক সরকার। সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। খুব শীঘ্রই পাস হতে চলেছে নয়া আইন।

প্রভু চৌহানের কার্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্য সরকার গোহত্যার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন লাগু করতে প্রতিশ্রুতিবদ্ধ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে। প্রয়োজনে গুজরাট আর উত্তরপ্রদেশে লাগু করা গোহত্যা বিষায়ক আইন খতিয়ে দেখা হবে।

প্রভু চৌহান বলেন, দেশের অনেক রাজ্য গোহত্যা বিরোধী বিল পাশ করিয়েছে। আমরাও কর্ণাটকে ওই আইন প্রণয়ন করার প্রস্তুতি নিচ্ছি। রাজ্য সরকার খুব শীঘ্রই গোহত্যা, গোমাংস বিক্রি এবং খাওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করবে।

দেশের বিভিন্ন রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করেছে বিজেপি নেতৃত্বধীন এনডিএ সরকার। দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অসম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পাঞ্জাবে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে দ্রাবিড়ভূমির রাজ্য কর্ণাটক।