Tuesday, June 24, 2025
বিনোদন

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, ভর্তি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে

মুম্বাই: শনিবার রাতে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হল। জানা গিয়েছে, ৭৭ বছর বয়সী অভিনেতার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। টুইটে করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার কথা অভিনেতা নিজেই জানিয়েছেন।

টুইটে অভিনেতা জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনকে জানাচ্ছে হাসপাতাল। তাঁর পরিবার ও যারা বাড়িতে কাজ করেন, তাদেরও পরীক্ষা করা হয়েছে। তবে এখনও তাঁদের করোনা পরীক্ষার ফলাফল আসেনি। টুইটে অভিনেতা অমিতাভ জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন, গত দশ দিনে তাঁর সান্নিধ্যে যারা এসেছেন, তাঁরা যেন করোনা পরীক্ষা করান।

দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরেও নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। তখন জানানো হয়েছিল, নিয়মিত রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তাঁর শরীর ঠিক আছে।

শেষ গুলাবো সিতাবো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। করোনার জেরে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে ছবিটি। উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেত্রী কণিকা কাপুর ও কিরণ কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। বাণিজ্য নগরী মুম্বাইয়ে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৭৪৫ জন। মারা গিয়েছেন ৫,২৪৪ জন।