Tuesday, June 24, 2025
বিনোদন

সলমন, শাহরুখ, আমিরের সম্পত্তির উৎস খতিয়ে দেখুক ইডি-সিবিআই: সুব্রহ্মণ্যম স্বামী

নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর এক মাস কেটে গিয়েছে। তবে এখনও তাঁর মৃত্যুকে মেনে নিতে পারেনি দেশ। সুশান্তের মৃত্যুর ঘটনায় দাবি উঠেছে সিবিআই তদন্তের। অভিনেতা অনুগামীদের দাবি সুশান্তের মৃত্যুর জন্য দায়ি বলিউডের স্বজনপোষণ। তবে এই বিষয়ে শাহরুখ, সলমন, আমির খানরা চুপ কেন? তা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বলিউডের এই তিন ‘খান’-এর সম্পত্তির হিসেব খতিয়ে দেখার দাবি তুলেছেন তিনি।

শনিবার টুইটে সুব্রহ্মণ্যম স্বামী শাহরুখ, সলমন ও আমিরকে ‘তিন খান মাস্কিটরস’বলে আখ্যা দিয়েছেন। তাঁর মন্তব্য, ‘সুশান্তের মৃত্যু নিয়ে এদের কেউই মুখ খুলছেন না কেন?’ টুইটে বিজেপি নেতা বলেন, বলিউডের এই তিন সুপারস্টারের দেশে-বিদেশে, বিশেষ করে দুবাইয়ে সম্পত্তির পরিমাণ কতটা, তার তদন্ত করে দেখা উচিৎ। এই বাংলো, সম্পত্তি কে তাদের উপহার দিয়েছেন? আর সম্পত্তি কিনে থাকলে কিভাবেই বা তারা কিনেছেন? সেগুলি ইডি, আইটি এবং সিবিআইয়ের তদন্ত করে দেখা উচিত! ওরা তিনজন কি আইনের উর্দ্ধে নাকি?

ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আইনজীবীকে নিয়োগ করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। টুইটে তিনি বলেন, আমি ইতিমধ্যেই আইনজীবী ইসকরণ ভান্ডারির সঙ্গে কথা বলেছি। সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনা সিবিআই তদন্তের উপযুক্ত কিনা তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছি।

এদিকে, শনিবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায় তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সলমন খানের ম্যানেজার রেশমা শেঠিকে। প্রায় ৫ ঘণ্টা ধরে তাকে জেরা করে পুলিশ।