Friday, May 3, 2024
Latestদেশ

অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করতে এনআরসি চালুর ভাবনা কর্ণাটক সরকারের

বেঙ্গালুরু: এবার কর্ণাটকের বিজেপি সরকার রাজ্যে এনআরসি চালু করার ইঙ্গিত দিল। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, এনআরসি চালু করার ব্যাপারে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। তিনি বলেন, সমগ্র দেশে এনআরসি চালু করার চিন্তাভাবনা চলছে। সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকে পাকাপাকি আস্তানা গেড়ে বসছে বহু মানুষ। যার ফলে এখানে নানা সমস্যা হচ্ছে। তাই আমরা প্রয়োজনীয় তথ্য জোগাড় করছি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হবে, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বলেছেন, এনআরসি সারা দেশে কার্যকর করা হবে এবং সমস্ত অবৈধ অভিবাসীদের ছুড়ে ফেলে দেওয়া হবে। বুধবার কর্ণাটকে এনআরসি চালু ব্যাপারে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বাসবরাজ বোম্মাই।

তিনি বলেন, আমি উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয় নিয়ে ভাবার জন্য বলেছি। বেঙ্গালুরু এবং অন্যান্য বড় শহরগুলিতে অনুপ্রবেশকারীরা এসে বসতি স্থাপন করেছে। আমাদের নজরে এসেছে যে তারা বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আমরা একটি বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই সপ্তাহে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যে এনআরসি লাগু করার বিষয়ে।

আগস্টে অসমে প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়েছে। বিরোধীদের অভিযোগ, এই তালিকা থেকে বাদ পড়ার মধ্যে ১২ লাখক্ষ হিন্দু। তবে সাম্প্রতিক কলকাতা সফরে অমিত শাহ বলেছেন, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পরে হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।