দিনভর উপোস থেকে দেবীর আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন ভিডিওতে
আহমেদাবাদ: প্রতিবছরই নবরাত্রিতে উপোস থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি বৈঠক, দিনভর ব্যস্ততা থাকলেও দিনভর উপোস থেকে সন্ধ্যায় আহার করেন নমো। প্রধানমন্ত্রী হওয়ার পরও সেই অভ্যাস বজায় আছে। এবছর নবরাত্রিতেই গান্ধীজয়ন্তী উপলক্ষে গুজরাটে গিয়েছিলেন মোদী। সেখানেই আরতি করলেন দেবীকে। জরুরি বৈঠকের মাঝেই ফলের রস খেয়ে উপোস ভাঙেন প্রধানমন্ত্রী।
নবরাত্রি, তার উপর আমদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের রাজ্যে পা দিয়ে দেবীর আরতি করলেন নরেন্দ্র মোদী। বাঙালিরা যেমন মেতে ওঠে দুর্গা পুজোতে তেমনি অবাঙালিরা ৯ দিনের জন্য নবরাত্রিতে মেতে থাকে। গুজরাটে ৯ দিন ধরে পূজিত হন দুর্গার নানা রূপ। নবরাত্রি, যার অর্থ ‘নয় রাত’, গুজরাটের অন্যতম জনপ্রিয় এবং বহুল প্রচারিত উৎসব।
The Prime Minister joined Navratri celebrations including the Aarti in Ahmedabad this evening. pic.twitter.com/E0o8KPQ1cX
— PMO India (@PMOIndia) October 2, 2019
প্রসঙ্গত বলে রাখি, নবদুর্গার প্রথম রূপটি শৈলপুত্রী, পর্বতের কন্যা। মা শৈলপুত্রী মনোবল বৃদ্ধি করেন। দ্বিতীয় রূপটি ব্রহ্মচারিণী। যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন, ভক্তকেও ইনি ব্রহ্মপ্রাপ্তি করান। মা ব্রহ্মচারিণী মনোসংযোগ বৃদ্ধি করেন। তৃতীয় রূপটি চন্দ্রঘণ্টা। মা চন্দ্রঘণ্টা সাংসারিক সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন।
চতুর্থ রূপ কুষ্মণ্ডা। মা কুষ্মণ্ডা সুখ ও সমৃদ্ধি দেন। পঞ্চম রূপটি স্কন্দমাতা। মা স্কন্দমাতা গৃহের যে কোনও রকম অশান্তি নাশ করেন। ষষ্ঠরূপ কাত্যায়নী। মা কাত্যায়নী শত্রু নাশ করেন। সপ্তম রূপ কালরাত্রি। মা কালরাত্রি অল্প বয়সে কোনও বিপদ থাকলে তা নাশ করেন। অষ্টম রূপ মহাগৌরী। বাড়িতে বিবাহজনিত কোনও সমস্যা থাকলে এই দেবীর ধ্যান করা খুব ভালো। নবম রূপ সিদ্ধিদাত্রী। ইনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন।