Saturday, May 4, 2024
দেশ

কর্ণাটকে একদিনে মদের বিক্রি ৪৫ কোটির ওপরে

বেঙ্গালুরু: সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে আগামী আরও দুই সপ্তাহ লকডাউন চলবে। তবে এবারের লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অংশে আজ খুলেছে মদের দোকান। যার জেরে এদিন সকাল থেকেই রাজধানী দিল্লি, কলকাতা, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিসগড় সহ একাধিক রাজ্যে মদের দোকানের সামনে লম্বা লাইন।

দেশের প্রায় সর্বত্রই নজরে পড়েছে একই চিত্র। লকডাউনের ৪১তম দিনে মদের দোকান খুলতেই সামাজিক দূরত্বের কথা ভুলে হামলে পড়েন সুরাপ্রেমীরা। ভিড় সামাল দিতে বহু জায়গায় পুলিশকে লাঠি চার্জও করতে হয়েছে। তবে এরই মধ্যেই মদ বিক্রিতে রেকর্ড গড়ল কর্ণাটক। সেখানে একদিনে মদ বিক্রি হয়েছে ৪৫ কোটি টাকার ওপরে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে নিয়ম লাগু করার কথা ছিল তা সোমবার দেশের কোথাও সেই ছবি দেখা গেল না। সামাজিক দূরত্বের কথা ভুলে ভিড় বাড়তে থাকে মদের দোকানের সামনে। পরিস্থিতি সামাল দিতে দোকান বন্ধের নির্দেশও দিতে বাধ্য হয় পুলিশ।

উল্লেখ্য, মহারাষ্ট্রে মদ বিক্রি থেকে ২০১৯-২০২০ সালে ৪৫ হাজার কোটি টাকা আয় হয়েছিল রাজ্য সরকারের। লকডাউন পরিস্থিতি তাই শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গ সরকার করোনা আবহে মদের দাম ৩০ শতাংশ বাড়িয়েছে। তবুও এদিন সকাল থেকে রাস্তায় মদের দোকানের সামনে লাইন দেখে মনে হয়েছে নামজাদা কোনও প্যান্ডেলের সামনে দুর্গাপুজোর ঠাকুর দেখার লাইন।