Saturday, May 18, 2024
দেশ

বিশ্ব যখন করোনার বিরুদ্ধে লড়ছে তখন কিছু লোক অন্য ভাইরাস ছড়াতে ব্যস্ত, পাকিস্তানকে আক্রমণ মোদীর

নয়াদিল্লি: করোনা আবহেও থেমে নেই সন্ত্রাসবাদী হামলা। শনিবার সন্ত্রাসবাদী হামলায় ভারতীয় সেনার এক কর্নেল-সহ পাঁচ নিরাপত্তাকর্মী শহিদ হন। এরপর সোমবার সোমবার সন্ধ্যার জোড়া হামলায় শহিদ হয়েছেন সিআরপিএফ-এর ৩ জওয়ান। তাই এদিন নাম দেশভূক্ত গোষ্ঠীর সঙ্গে করোনার আবহে বৈঠকে পাকিস্তানকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নাম বৈঠকে (NAM) Summit) এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২০ টি উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেন মোদী। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে নমো বলেন, যখন গোটা বিশ্ব করোনা মোকাবিলায় লড়াই করছে তখন কিছু লোক অন্য বিষাক্ত ভাইরাস ছড়িয়ে দিতে ব্যস্ত। যেমন- সন্ত্রাস, ফেক নিউজ, কাটাছেঁড়া করা ভিডিও। যাতে দেশ আর সম্প্রদায়ের মধ্যে বিভেদ হয়।

মোদী বলেন করোনা মোকাবিলায় ‘ডেমোক্রেসি, ডিসিপ্লিন, ডিসিসিভনেস’ নিয়েই একমাত্র লড়াই সম্ভব। ভারতীয়রা গোটা বিশ্বকে পরিবার হিসাবে দেখেন। আমরা আমাদের দেশের নাগরিকদের সুরক্ষার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিই অন্য দেশের জন্যও।


পাকিস্তানের নাম না করে মোদী খোঁচা দিয়ে বলেন, করোনা মোকাবিলায় আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিৎ। আমাদের নিজেদের প্রয়োজনীয়তা সত্ত্বেও বিশ্বের ১২৩টি দেশে আমরা চিকিৎসক পাঠাচ্ছি।