Tuesday, May 14, 2024
রাজ্য​

মোদীকে চিঠি লিখে বিজেপি ছাড়ার ঘোষণা দিলেন ‘অভিমানী’ জয় বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপিতে ভাঙন অব্যাহত। একের পর এক নেতা-কর্মী দল ছাড়ছেন। কেউ আবার বেসুরো হচ্ছেন। জাতীয় কর্মসমিতির সদস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্য়ায় (Joy Banerjee) আগেই বেসুরো হয়েছিলেন। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) চিঠি লিখে দল ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

অভিযোগ, গত ২ বছর ধরে বিজেপিতে গুরুত্বপূর্ণ পদে থেকে সেভাবে কাজ করার সুযোগ পাননি। অভিমানের কথা জানিয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জয় জানিয়েছেন, শীঘ্রই বিজেপি ছাড়তে চলেছেন তিনি। তার আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানালেন।

শনিবার প্রধানমন্ত্রীকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে নিজের অভিমানের কথা তুলে ধরেন জয় বন্দ্যোপাধ্য়ায়। চিঠিতে উল্লেখ করেন কিভাবে ২০১৭ সাল থেকে বিজেপিতে অবহেলিত তিনি। অভিযোগ, অসুস্থ হওয়ার পরে বিজেপির তরফে কোনওরকম সাহায্য পাননি তিনি।

উল্লেখ্য, বিজেপির সঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় এর সম্পর্ক বহুদিনের। ২০১৪ সালের আগেও বিজেপির সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়ে থাকে। একুশের বিধানসভা ভোটের আগে তাকে সরিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) জাতীয় কর্মসমিতিতে যুক্ত করা হয়।

জয় বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, রাজীব দলের মুখে কার্যত ‘থাপ্পড়’ মেরে দল ছেড়েছেন। অথচ তিনি বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করতে কত প্রচেষ্টা চালিয়েছেন। তার পরেও তাকে দলে সেভাবে মর্যাদা দেওয়া হয়নি।