Saturday, May 4, 2024
দেশ

ঝাড়খণ্ডের কৃষি ব্র্যান্ড আম্বাসাডর হচ্ছেন ধোনি

রাঁচি: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। তাঁকে ঝাড়খণ্ডের কৃষি ব্র্যান্ড আম্বাসাডর করা হচ্ছে। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের কৃষি দফতর বিশ্বকাপজয়ী ধোনিকে মুখ করে এগোতে চাইছে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ধোনিকে কৃষক হিসাবে দেখা গিয়েছে। নিজের ফার্ম হাউসে যেমন জৈব পদ্ধতিতে সবজি চাষ, পোল্ট্রি ফার্মিং করছেন তিনি।

ঝাড়খণ্ড কৃষি বিভাগ পর্যালোচনা এ বিষয়ে ইতিমধ্যেই একটি পর্যালোচনা সভা করেছে। পরে রাজ্যের কৃষিমন্ত্রী বাদল পত্রলেখ বলেন, মহেন্দ্র সিং ধোনি কৃষিক্ষেত্র, পশুপালন ও হাঁস-মুরগির খামারও করেছেন। তাই ধোনিকে রাজ্যের কৃষি ব্র্যান্ড আম্বাসাডর করতে উৎসাহী তাঁরা।

কৃষিমন্ত্রী জানান, শীঘ্রই ধোনিকে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, ঝাড়খণ্ডে বেড়ে ওঠায় ধোনির উপর স্বাভাবিকভাবেই আমাদের অধিকার রয়েছে। উনি রাজ্যের ভালোমন্দ সম্পর্কে অবগত। তাই ওঁকে রাজ্যের কৃষিজাত পণ্যের ব্র্যান্ড আম্বাসাডর করতে চাই।

বাদল পত্রলেখ আরও বলেন, এই প্রস্তাবে ধোনি রাজি হলে, রাজ্যের তরুণ প্রজন্মের কাছে নয়া দৃষ্টান্ত হবেন তিনি। শিক্ষিত হয়েও যে চাষবাসকে পেশা হিসেবে বেছে নেওয়া সম্ভব, সেটা সবাই বিশ্বাস করতে শুরু করবেন।

কৃষিমন্ত্রীর কথায়, ধোনি একজন শিক্ষিত এবং নিজের পেশায় সফল হওয়ার পরে খেলা ছেড়ে দেওয়ার পরে কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এটা প্রশংসনীয়। ঝাড়খন্ডের গর্ব ধোনি চাইলে অন্য যে কোনও পেশা বেছে নিতে পারতেন। তবে উনি কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এতেই বোঝা যায় রাজ্যের প্রতি উনি কতটা দায়বদ্ধ।