Friday, May 17, 2024
খেলা

এনকাউন্টারে খতম বুরহান ওয়ানির ভাই ইমতিয়াজ-সহ সাত জঙ্গি

শ্রীনগর: উপত্যকায় (Jammu and Kashmir) জঙ্গিদমনে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার দুটি আলাদা এনকাউন্টারে খতম ৭ জঙ্গি। খতম হওয়া জঙ্গিদের মধ্যে আনসার গাজওয়াত-উল-হিন্দের (Ansar Ghazwatul Hind) প্রধান ইমতিয়াজ আহমেদ শাহ (Imtiaz Ahmad Shah) ওরফে খালিদও রয়েছে। খালিদকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার (Pulwama) ত্রাল এলাকায় খতম করে নিরাপত্তা বাহিনী।

খালিদকে খতম করা ভারতীয় সেনার কাছে একটা বড়সড় সাফল্য। আল-কায়দার মদদে খালিদ দীর্ঘদিন ধরেই উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা চালাচ্ছিল। আল-কায়দার হয়েই শুটারের কাজ করত খালিদ। বৃহস্পতিবার কাশ্মীর পুলিশ টুইটে জানিয়েছিল, সোপিয়ানে (Shopian) এক মসজিদের ভিতরে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই দলে খালিদ ছিলো বলে জানানো হয়।

এদিকে, সোপিয়ানে রাতভর গুলির লড়াইয়ে খতম ৫ জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানান, সোপিয়ান ও ত্রালে দুটি এনকাউন্টারে খতম ৭ জঙ্গি। প্রথম অভিযানে খতম ৫ জঙ্গি এবং দ্বিতীয় অভিযানে নিকেশ ২ জঙ্গি। দুটি ঘটনায় একই জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিল।