Saturday, May 18, 2024
দেশ

জ্ঞানবাপী মসজিদ চত্বরে প্রত্নতাত্ত্বিক পরীক্ষার নির্দেশ আদালতের

কাশী: কাশীর বিশ্বনাথ মন্দিরের প্রত্নতাত্ত্বিক পরীক্ষা করার রায় দিল বারাণসীর ফাস্ট ট্র্যাক আদালত (Varanasi Fast Track Court)। প্রায় তিন দশক আগে দায়ের করা মন্দির ও সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque ) মামলায় এই রায় দিয়েছেন সিনিয়র ডিভিশন ফাস্ট ট্র্যাক আদালতের বিচারপতি। অভিযোগ, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাশীর বিশ্বনাথ মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেছিলেন।

বিশ্বনাথ মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া) নির্দেশ দিয়েছে  ফাস্ট ট্র্যাক কোর্ট। প্রত্নতাত্ত্বিক পরীক্ষার জন্য দু’জন মুসলমান সদস্য সহ পাঁচ সদস্যের কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছেন বিচারক আশুতোষ তিওয়ারি। আদালত জানিয়েছে, এই প্রত্নতাত্ত্বিক পরীক্ষার খরচ বহন করবে উত্তরপ্রদেশ সরকার।

‘স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর’-র তরফে আইনজীবী বিজয়শঙ্কর র‌স্তোগী দাবি করেছেন, ১৬৬৪ সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব ২ হাজার বছরের পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মসজিদ গড়ে তোলেন সেখানে। জ্ঞানবাপী মসজিদের জমি হিন্দুদের। তাই জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়া হোক।

অযোধ্যার রাম মন্দির আন্দোলনের সময়েই সঙ্ঘ পরিবার দাবি করেছিল, ‘ইয়ে তো সির্ফ এক ঝাঁকি হ্যায়, কাশী-মথুরা বাকি হ্যায়’। হিন্দুত্ববাদী সংগঠনগুলি প্রথমে মথুরার শ্রীকৃষ্ণ জন্মস্থান নিয়ে আদালতের দ্বারস্থ হয়। এবার কাশী বিশ্বনাথ মন্দির।