Sunday, May 12, 2024
আন্তর্জাতিক

পুজোমণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল হোসেন, দেখুন সিসি ফুটেজে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কুমিল্লায় একটি দুর্গা পুজো মন্ডপে কোরআন রাখার ঘটনা বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপে হামলার ঘটনা ঘটে। ওই পুজোমণ্ডপে কোরআন রেখেছিলেন যে ব্যক্তি, তাকে শনাক্ত করেছে পুলিশ। সিসি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনাক্ত ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন (Iqbal Hossain)। তার বাড়ি কুমিল্লার সুজানগরে। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আমরা এ ঘটনার মূল সন্দেহভাজনকে শনাক্ত করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিডিওটি আমি দেখেছি। তাতে দেখা যাচ্ছে, এক যুবক মসজিদ থেকে কোরআন শরিফ নিয়ে রাস্তার দিকে আসে। কিছুক্ষণ পর দেখলাম তার হাতে কোরআন শরিফ নেই। হনুমানের গদা হাতে নিয়ে ফিরছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, শনাক্ত ইকবাল হোসেন কোথা থেকে ওই কোরআন সংগ্রহ করেন তাও সিসি ফুটেজ দেখে বের করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার ওই পুজোমণ্ডপে কোরআন রাখা হয়। আর সরিয়ে নেওয়া হয় হনুমানের হাতে থাকা গদা। গদা নিয়ে চলে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

ফুটেজ অনুযায়ী, রাত দুইটা ১০ মিনিটে দারোগাবাড়ির মসজিদ থেকে কোরআন হাতে বের হতে দেখা যায় ওই যুবককে। তার এক ঘণ্টা ২ মিনিট পর আরেকটা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুমিল্লার নানুয়াদীঘি অস্থায়ী মণ্ডপের উত্তর-উত্তর-পূর্বদিকের রাস্তায় ঘোরাফেরা করছেন ওই ব্যক্তি। তখন তার কাঁধে ছিল হনুমানের হাতে থাকা গদা।

Iqbal Hossain had kept the quran at durga puja mandap in Bangladesh

Also Read: