Saturday, May 4, 2024
দেশ

নির্যাতিত হিন্দু-শিখদের ভারতে ফেরানোর উদ্যোগ, সহজে দীর্ঘমেয়াদী ভিসা দিচ্ছে মোদী সরকার

নয়াদিল্লি: সম্প্রতি সংখ্যালঘু হিন্দু ও শিখদের ওপর হামলার ঘটনা ঘটেছে আফগানিস্তানে। এই পরিস্থিতিতে যারা ভারতে আসতে চান সেইসব হিন্দু-শিখদের উদ্দেশ্যে ভিসা ব্যবস্থা আরও সহজ করল কেন্দ্রীয় সরকার, এমনটাই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। প্রতিবেশী দেশ আফগানিস্তানে ক্রমশ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের নির্যাতিত হিন্দু ও শিখদের ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা দিতে উদ্যোগী হল কেন্দ্রের মোদী সরকার।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, আফগানিস্তানের সংখ্যালঘুরা ভারতে এসে থাকতে চাইলে তাঁদের আবেদন গুরুত্ব সহকারে দেখবে ভারত সরকার।

সূত্রের খবর অনুযায়ী, ভারত সরকার খুব শীঘ্রই আফগানিস্থানের নির্যাতিত হিন্দু- শিখদের ভারতেতে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। এরপর সবাইকে ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থা করবে সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই আফগানিস্থানের প্রায় ৭০০ শিখ ও হিন্দুকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মোদী সরকার ইতিমধ্যে ভারতের প্রতিবেশী মুসলিম অধ্যুষিত দেশগুলির অমুসলিম নির্যাতিত সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দিতে আইনের সংশোধন করেছে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিষ্টান, শিখ এবং পার্সি ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, সংখ্যালঘু হিন্দু ও শিখদের পাশাপাশি কর্মসূত্রে ভারতের বহু মানুষ আফগানিস্থানে বসবাস করেন। সেখানে পাকিস্তান সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলি টার্গেট করে থাকে ভারতীয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের। বিগত বছরগুলিতে এই ধরনের ঘটনা কম নয়। সম্প্রতি সেখানে শিখ হত্যার পাশাপাশি এক শিখ নেতাকে অপহরণের ঘটনা ঘটেছে। তাই আফগানিস্থানের সংখ্যালঘু সম্প্রদায়কে এবার ভারতে আনতে উদ্যোগী হল মোদী সরকার।