Saturday, May 18, 2024
দেশ

‘মেড ইন চায়না’ নয়, এবার থেকে আইফোনের গায়ে লেখা থাকবে ‘মেড ইন ইন্ডিয়া’

নয়াদিল্লি: চিনে নয়, ভারতের চেন্নাইয়ে আইফোন উৎপাদন করবে অ্যাপল। চেন্নাইয়ের ফক্সকন কারখানায় হবে আইফোন ১১ উৎপাদনের কাজ। এই প্রথম ভারতের মাটিতে উৎপাদন করা হচ্ছে শীর্ষ আইফোন মডেলগুলোর একটি। শুক্রবার টুইটে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেল ও বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়াল।

পিযুষ গোয়াল টুইটে বলেছেন, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে নয়া মোড়। অ্যাপল ভারতে আইফোন ১১ তৈরি করা শুরু করেছে, দেশে প্রথমবারের মতো শীর্ষ মডেল নিয়ে এসেছে।

উল্লেখ্য, লাদাখ ইস্যুতে ভারত ও চিনের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই আবহে অ্যাপলের এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, অ্যাপল ধীরে ধীরে চেন্নাইয়ের প্ল্যান্টে তাদের পণ্যে উৎপাদন বাড়াবে এবং মেড ইন ইন্ডিয়া আইফোন রফতানিও করবে।

জানা গিয়েছে, দক্ষিণ চিন সাগর, লাদাখ, হংকং, করোনা-সহ একাধিক ইস্যুতে চিন-আমেরিকার সম্পর্ক এখন তলানিতে। তাই চিনের ওপর নির্ভরতা কমাতে চাইছে আমেরিকান সংস্থা অ্যাপল।

ভারতে আইফোন উৎপাদনের ফলে দেশে তাদের মডেলের দামও কমাতে পারে। কেননা স্থানীয় উৎপাদনের কারণে এই প্রযুক্তি সংস্থাকে ২২ শতাংশ আমদানি মাশুল গুণতে হবে না। চেন্নাইয়ের পাশাপাশি বেঙ্গালুরুতেও ফক্সকন প্ল্যান্ট করার কথা ভাবছে বলে খবর।