Saturday, May 18, 2024
দেশ

৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজো, পরিস্থিতি খতিয়ে দেখতে অযোধ্যা গেলেন যোগী আদিত্যনাথ

লখনউ: ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ প্রতীক্ষার পর রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হতে চলেছে। করোনার আবহে কঠোর বিধি নিষেধ মেনে হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থিত থাকবেন মাত্র ২০০ জন। আগামী বুধবার ভূমিপুজোর আগে শনিবার বিকালে অযোধ্যা যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গিয়েছে, জেলা প্রশাসনের কয়েকজন অফিসার ও সাধুদের সঙ্গে কথা বলবেন যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানের প্রস্তুতি কোন পর্যায়ে তা খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন সাধু-সন্তদের সাথে।

তিনদিন ধরে এই অনুষ্ঠান হবে। ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০ কেজি ওজনের রুপোর ইট দিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে, শহরের নানা জায়গায় বসানো হবে জায়ান্ট স্ক্রিন। তাতেই ভূমি পূজনের অনুষ্ঠান দেখতে পাবেন সকলে।

অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপস্থিত থাকতে পারেন আরএসএস প্রধান মোহন ভাগবতও। করোনা পরিস্থিতিতৈ সামাজিক দূরত্ব মেনে এই অনুষ্ঠান হবে। রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। ৫টি মণ্ডপ থাকবে। তিন বছরের মধ্যে মন্দির তৈরি করা হবে।